ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শতাধিক বয়স্ক ও বৃদ্ধ রিক্সা চালক ও ভ্যান চালকের মাঝে খাদ্য সহায়তা দিলেন ভৈরব থানার মানবিক অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। গতকাল বিকাল ৪ টার পর ভৈরব বঙ্গবন্ধু স্বরণীতে তিনি এই খাদ্য সহায়তা প্রদান করেন।
বর্তমানে চলমান খরতাপে জন জীবন যখন বিপর্যস্ত এই সময় খেটে খাত্তয়া মানুষের জীবন প্রচন্ড খরতাপে প্রাণ ওষ্ঠাগত, এই খেটে খাত্তয়া বৃদ্ধ মানুষের আয় অনেক টাই কমে যায় যুবকদের তুলনায়। তাই বৃদ্ধ মানুষের কথা বিবেচনায় এনে তিনি জন প্রতি ২ কেজি চাল ও এক কেজি করে ডাইল বিনা মূল্যে বিতরণ করেন। এর পূর্বে গতকাল তিনি ৭ শত পথচারীর মধ্যে পানি ও খাবার সেলাইন বিতরণ করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন প্রচন্ড গরমে যখন সারা দেশ পুরছে তখন যুবকদের তুলনায় খেটে খাত্তয়া বৃদ্ধ মানুষ গুলোর আয় কম হত্তয়ায় তাদের কথা বিবেচনা করে পুলিশ সদস্যদের রেশনের একাংশ এই বৃদ্ধ মানুষ গুলোর মাঝে বিতরণ করা হয়।ভবিষ্যতে আমার সামর্থ্যানুপাতে আমি সমাজের অসহায় মায়ের পাশে দাড়াবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply