ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম জাহিদ হোসেন। সে চিড়িয়াখানার হাতির মাহুত আজাদ আলীর ছেলে। নিহত জাহিদের বয়স ১৬-১৭ বছর।
জাতীয় চিড়িয়াখানার এক পরিচালন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা বলেন, ‘হাতির ব্যায়ামের স্থানে এ ঘটনা ঘটে। আজাদ আলীর ছেলে জাহিদ চিড়িয়াখানার কোনো কাজের সঙ্গে যুক্ত নয়। সে তার বাবার সঙ্গে সেখানে গিয়েছিল। সম্ভবত অপরিচিত হওয়ায় হাতিটি জাহিদকে সুড় দিয়ে আঘাত করে।’
জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘হাতি আক্রমণের পর আজাদ আলী ছেলেকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। তখন পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আজাদ কিছু জানাননি। পরে আজাদ আলীর সঙ্গে আমার কথা হয়েছে। হাসপাতালে নেওয়ার আগে পথেই জাহিদের মৃত্যু হয়। ছেলের মরদেহ নিয়ে আজাদ মৌলভীবাজারে উদ্দেশে রওনা হয়েছেন বলে জেনেছি।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply