লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়ি থেকে সানজিদা আক্তার লিপা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (৯-নভেম্বর) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা সম্ভদপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে সানজিদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে ঘটনাস্থলে উপস্থিতরা জানায়, মরদেহের পা মাটিতে স্পর্শ করেছিল, যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অনেকে ধারণা করছেন, এটি আত্মহত্যা নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্যাা জানান, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, রহস্যঘেরা এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লিপার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply