বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে ২০২৫ সালের সাফল্য পর্যালোচনা ও আগামীর কৌশল নির্ধারণ নির্বাচনী নিরাপত্তায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক কড়াইল বস্তিতে উঁচু দালান নির্মাণের ঘোষণা তারেক রহমানের দেশ ছেড়ে পালাতে হয়—এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না: তথ্য উপদেষ্টা বাসর রাতে ‘কনে বদল’ অভিযোগ, ঠাকুরগাঁওয়ে বিয়ের আনন্দ গড়াল আদালতে ২৩ বছর পর নোয়াখালী সফরে তারেক রহমান, সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি গার্মেন্টস অ্যান্ড বায়িং হাউস এসোসিয়েশন সংগঠনের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বায়ার্স কাউন্সিল মো. নজরুল ইসলাম নান্টু’র বহিষ্কারাদেশ সাতক্ষীরার শ্রীরামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঈদে মেরাজ শরিফ উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

ঈদে মেরাজ শরিফ উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মঈনউদ্দিন
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি: দয়াময় আল্লাহতাআলা স্থান কালের উর্ধ্বে মানব জ্ঞানের অতীত অচিন্তনীয় উর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে দূরত্ত্বহীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দান মেরাজ শরীফ। দয়াময় আল্লাহতাআলা তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলক্ষ পবিত্র ঈদে মেরাজ শরীফ।

সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহার্য মৌলিক ঈমানী বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে আজ ঢাকা প্রেসক্লাব সম্মুখে সমাবেশ ও সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলার সাথে আমাদের প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত মহান মেরাজ শরীফ সমগ্র মানবমন্ডলীর জন্য আল্লাহতাআলার সংযোগ ও বন্ধন এবং অসীম করুনার উৎস।

আল্লামা ইমাম হায়াত বলেন, মহান মেরাজ শরীফ প্রিয়নবীর নিকট স্বয়ং আল্লাহতাআলার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমতময় পরোক্ষ প্রকাশ। তিনি বলেন, আল্লাহতাআলা তাঁর অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের উর্ধ্বে তাঁর পরম নৈকট্যে পৌঁছিয়ে তাঁর পবিত্র মহাসত্তার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, মেরাজ শরীফ মহান প্রিয়নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতাআলার স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য সত্য ও মুক্তির উৎস। তিনি বলেন, সঠিক পথে মেরাজ শরীফের শোকরিয়া ও উদযাপন না হলে জীবন মিথ্যার আধাঁরে নিমজ্জিত হবে। তিনি বলেন, ঈদে আজম ও ঈদে মেরাজ হুকুমগত বিধিবদ্ধ ঈদ নয় কিন্তু ঈমানী হৃদয়ের ঈদ-ঈমানী প্রাণের ঈদ-অসীম প্রেমের ঈদ, যার সাথে অন্য কোন আমলগত বিষয়ের তুলনা চলেনা, যা অন্য সব ঈদের উৎস।

আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাথে আল্লাহতাআলার প্রত্যক্ষ সাক্ষাত মেরাজ শরীফের মূল বার্তা আল্লাহতাআলার সাথে যুক্ত হওয়ায়ই অস্তিত্ব রক্ষা এবং সমগ্র মানবমন্ডলীর জন্য আল্লাহতাআলার সাথে যুক্ত হওয়ার মূল কেন্দ্র আল্লাহতাআলার প্রত্যক্ষ বন্ধন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম।

আল্লাহতাআলার প্রকাশ মেরাজ শরীফ প্রাণাধিক প্রিয়নবীর মাধ্যমে সমগ্র মানবমন্ডলীর জন্য আল্লাহতাআলার অসীম করুণা ও সুরক্ষা এবং ভালোবাসা উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবীর ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের দোজাহানের কল্যাণ ও মুক্তি সাধনাই ঈদে মেরাজ শরীফের অসীম শিক্ষা ও নির্দেশনা, যার বাস্তব রূপায়ণ সত্য ও মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত।

আল্লামা ইমাম হায়াত বলেন, জীবনের দয়াময় স্রষ্টার গুণ-জ্ঞান-আলো রেসালাতের রহমতের ধারায় আলোকিত জীবন ও সকল মানুষের জন্য নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা-ভিত্তিক সর্বকল্যাণময় সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (Authority of life & state & world of humanity) গড়ে তোলার দিকদর্শন মহান মেরাজ শরীফ।

পরিশেষে তিনি দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রূদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে ঈদে মেরাজ শরীফ উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দাবি জানান #আল্লামা_ইমাম_হায়াত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS