বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে ২০২৫ সালের সাফল্য পর্যালোচনা ও আগামীর কৌশল নির্ধারণ নির্বাচনী নিরাপত্তায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক কড়াইল বস্তিতে উঁচু দালান নির্মাণের ঘোষণা তারেক রহমানের দেশ ছেড়ে পালাতে হয়—এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না: তথ্য উপদেষ্টা বাসর রাতে ‘কনে বদল’ অভিযোগ, ঠাকুরগাঁওয়ে বিয়ের আনন্দ গড়াল আদালতে ২৩ বছর পর নোয়াখালী সফরে তারেক রহমান, সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি গার্মেন্টস অ্যান্ড বায়িং হাউস এসোসিয়েশন সংগঠনের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বায়ার্স কাউন্সিল মো. নজরুল ইসলাম নান্টু’র বহিষ্কারাদেশ সাতক্ষীরার শ্রীরামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঈদে মেরাজ শরিফ উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে ২০২৫ সালের সাফল্য পর্যালোচনা ও আগামীর কৌশল নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের ব্যুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) -তে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘‘সমন্বয়, গতিশীলতা এবং অর্জন’’ এই প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভিন্ন ফাংশনাল হেড, ব্রাঞ্চ এবং রিলেশনশিপ ম্যানেজারগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে ২০২৬ সালের জন্য ব্যাংকের কৌশলগত রোডম্যাপ নির্ধারণ করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে অর্জিত সাফল্য- ব্যাংকের ধারাবাহিক গতি, শৃঙ্খলাপূর্ণ বাস্তবায়ন এবং গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

মূল বক্তব্যে তিনি প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আরও কার্যকর পদক্ষেপ, দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনা, উন্নত গ্রাহকসেবা এবং সকল ব্যবসায়িক খাতে জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ব্যবসায়িক পোর্টফোলিওর গুণগত প্রবৃদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে ব্যাংকের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করাতেও আহ্বান জানান তিনি।

সম্মেলনে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও সম্মুখসারির কর্মকতাবৃন্দ ২০২৫ সালের উল্লেখযোগ্য অর্জনগুলো পর্যালোচনা করেন, ২০২৬ সালের বাজেট নিয়ে আলোচনা করেন এবং আগামীর জন্য কার্যকরী লক্ষ্য নির্ধারণ করেন। এর মাধ্যমে ব্যাংকের জবাবদিহিতা ও গুণগত উৎকর্ষতার সংস্কৃতি আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মুনাফা সৃষ্টিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS