মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রবাসী আয় ও প্রবাসী ব্যাংকিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আহসান জামান চৌধুরী এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: এমআইওবি কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের ব্যবসায়িক অংশীদারিত্ব আইএফআইসি ব্যাংক এবং শপিং ব্যাগ সুপারমার্কেট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা জব্দ, যুবদল নেতাসহ তিনজন আটক শেয়ার লেনদেন শুরু না করায় এক ব্রোকারেজ হাউসের নিবন্ধন বাতিল পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা স্কয়ার ফার্মার এমডির মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হক, অব্যাহতির শুনানি আজ পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন শেষ, মোট আবেদন ১৫ লাখ ৩৩ হাজার ভুয়া সাংবাদিক শনাক্তে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট এর ৯ম সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০২ Time View

বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরিতে অগ্রণী প্রতিষ্ঠান HB Aviation & Tourism Institute-এর ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত HB 9th Certificate & Award Ceremony ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট (KIB) এর থ্রিডি অডিটোরিয়াম -এ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে ২০২৫ সালে কোর্স সম্পন্ন করা ২০০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি উদ্যোক্তা, সফল চাকরিজীবী ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪০ জনের অধিক ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ ঘোষণা হিসেবে জানানো হয়,এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট বাংলাদেশে প্রথম প্রাইভেট এভিয়েশন ও ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (PATA)-এর সদস্যপদ অর্জন করেছে। এ উপলক্ষে PATA-এর সিইও নূর আহমেদ হামিদ মালয়েশিয়া থেকে পাঠানো ভিডিও বার্তায় এইচ বি এভিয়েশন -কে অভিনন্দন জানান এবং এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও ক্যারিয়ার সুযোগে নতুন দিগন্ত খুলে দেবে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত PATA বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি তৌফিক রহমান বলেন, PATA-এর গ্লোবাল প্ল্যাটফর্ম, রিসোর্স ও ইন্ডাস্ট্রি কানেকশনের মাধ্যমে এইচ বি এভিয়েশন এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের স্কিল, এক্সপোজার ও পেশাগত সুযোগ থেকে উপকৃত হবে।

অনুষ্ঠানে প্যানেল ডিস্কাশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Syed Ghulam Qadir, Tourism Expert CEO, Adventure Escape Asia; M. Mashiur Rahman, General Manager, Galaxy Holidays Limited; এবং Kuntal Anlad, Assistant General Manager (Sales), Jazeera Airways। তারা তাদের বক্তব্যে জানান , এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে দক্ষ জনবলের চাহিদা বাড়বে, এবং তরুণদের জন্য টিকেটিংয়ের পাশাপাশি জি এস এ অপারেশন, এয়ারলাইন সেলস, ট্যুর অপারেশন ও আন্তর্জাতিক ক্যারিয়ারের বিস্তৃত সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)-এর দল সিলেট স্ট্রাইকারস-এর অফিসিয়াল পার্টনার। এ উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটার মমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ ভিডিও বার্তায় এইচ বি এভিয়েশন -কে অভিনন্দন জানান এবং তরুণদের স্কিল ডেভেলপমেন্টে এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ফাউন্ডার ও চেয়ারম্যান যাকি এস বারী তাঁর বক্তব্যে বলেন, ২০২৫ সালে HB Aviation-এর বিভিন্ন সাফল্যের পাশাপাশি ভবিষ্যতে দেশে ও দেশের বাইরে তরুণদের জন্য এভিয়েশন ও ট্রাভেল ট্যুরিজম স্কিল আরও বিস্তৃত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং PATA-এর সদস্যপদের সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও হোটেল ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS