বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরিতে অগ্রণী প্রতিষ্ঠান HB Aviation & Tourism Institute-এর ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত HB 9th Certificate & Award Ceremony ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট (KIB) এর থ্রিডি অডিটোরিয়াম -এ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে ২০২৫ সালে কোর্স সম্পন্ন করা ২০০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি উদ্যোক্তা, সফল চাকরিজীবী ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪০ জনের অধিক ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ ঘোষণা হিসেবে জানানো হয়,এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট বাংলাদেশে প্রথম প্রাইভেট এভিয়েশন ও ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (PATA)-এর সদস্যপদ অর্জন করেছে। এ উপলক্ষে PATA-এর সিইও নূর আহমেদ হামিদ মালয়েশিয়া থেকে পাঠানো ভিডিও বার্তায় এইচ বি এভিয়েশন -কে অভিনন্দন জানান এবং এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও ক্যারিয়ার সুযোগে নতুন দিগন্ত খুলে দেবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত PATA বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি তৌফিক রহমান বলেন, PATA-এর গ্লোবাল প্ল্যাটফর্ম, রিসোর্স ও ইন্ডাস্ট্রি কানেকশনের মাধ্যমে এইচ বি এভিয়েশন এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের স্কিল, এক্সপোজার ও পেশাগত সুযোগ থেকে উপকৃত হবে।
অনুষ্ঠানে প্যানেল ডিস্কাশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Syed Ghulam Qadir, Tourism Expert CEO, Adventure Escape Asia; M. Mashiur Rahman, General Manager, Galaxy Holidays Limited; এবং Kuntal Anlad, Assistant General Manager (Sales), Jazeera Airways। তারা তাদের বক্তব্যে জানান , এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে দক্ষ জনবলের চাহিদা বাড়বে, এবং তরুণদের জন্য টিকেটিংয়ের পাশাপাশি জি এস এ অপারেশন, এয়ারলাইন সেলস, ট্যুর অপারেশন ও আন্তর্জাতিক ক্যারিয়ারের বিস্তৃত সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)-এর দল সিলেট স্ট্রাইকারস-এর অফিসিয়াল পার্টনার। এ উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটার মমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ ভিডিও বার্তায় এইচ বি এভিয়েশন -কে অভিনন্দন জানান এবং তরুণদের স্কিল ডেভেলপমেন্টে এই উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ফাউন্ডার ও চেয়ারম্যান যাকি এস বারী তাঁর বক্তব্যে বলেন, ২০২৫ সালে HB Aviation-এর বিভিন্ন সাফল্যের পাশাপাশি ভবিষ্যতে দেশে ও দেশের বাইরে তরুণদের জন্য এভিয়েশন ও ট্রাভেল ট্যুরিজম স্কিল আরও বিস্তৃত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং PATA-এর সদস্যপদের সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও হোটেল ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved