ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে নানা আয়োজনে সময় টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭ টায় ভৈরব নিউজ মিডিয়া সেন্টার অফিসে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু’র সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু এবং প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সাবেক এপিএস সাখাওয়াত হোসেন মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সময় টিভির ভৈরব প্রতিনিধি মো.ফজলুর রহমান।
এ সময় উপস্থিত সুধীজনেরা সময় টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ সময় টেলিভিশনের এগিয়ে যাত্তয়ার গল্প তুলে ধরে আরো সামনে এগিয়ে যাত্তয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
পরে সময় টিভির ১৪ বছরের পদার্পণ উপলক্ষে সময় টিভির ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান কে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান সহ সবাইকে নিয়ে কেক কাটে এবং মিষ্টি মুখ করে করেন অতিথিরা।
এই সময় গ্লোবাল টিভির ভৈরব প্রতিনিধি মো. জয়নাল আবেদীন রিটন, আনন্দ টিভির ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি মো. সজিব আহমেদ, ডিবিসি নিউজের ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, দৈনিক আমাদের নতুন সময় এর ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদসহ বিভিন্ন অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply