ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রতিবছর ন্যায় কিশোরগঞ্জের ভৈরব ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানযাত্রা উৎসব আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ভোর বেলা থেকে শহরের পঞ্চবটি শশ্মানঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে উপজেলার হাজারো সনাতন ধর্মাবলম্বীরা স্নান উৎসবে অংশ গ্রহণ করেন। পাপমুক্তির এই স্নানোৎসব পালন করতে ও দেখতে ভৈরব উপজেলা ও আসপাশের উপজেলা থেকে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ গঙ্গা স্নানের মধ্য দিয়ে তাদের পাপ থেকে মুক্তি লাভ করে।
এদিকে এই স্নান উৎসবকে ঘিরে নদীর পাশে বসে একদিনের মেলা। মেলায় হরেক রকমের মাটির তৈরি পুতুল, পাতিল, কড়াই, চুল্লি, হাতি, ঘোড়া, গরু, হাঁস, মুরগিসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। এ ছাড়া বিভিন্ন ধানের খৈ, মিঠাই খৈ, মণ্ডামিঠাই ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং বাচ্চাদের আকর্ষণীয় খেলনার প্রায় কয়েক শতাধিক স্টল নিয়ে বসেছেন দোকানিরা। আর এসব দোকানে উপচেপড়া ভিড় জমে গঙ্গা স্নানের আসা উৎসব পালনকারীদের।
অপরদিকে পুরোহিতগণ গঙ্গা স্নান শেষে তাদের নিজ নিজ ভক্ততগণদের মন্ত্র পাঠ করান ও প্রসাদ বিতরণ করেন। এই গঙ্গাস্নানকে ঘিরে হাজার হাজার ভক্তদের মিলনমেলা হয়।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মমিনুল হক রাজু বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করেছেন। এবার অষ্টমী স্নান উৎসব নির্বিঘ্নে করতে বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি নিজেও সকাল থেকে ঘাটে অবস্থান করেছি। এদিকে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সার্বক্ষণিক সহযোগিতা করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply