হুন্ডি ও অবৈধ চ্যানেল কমে আসা, বৈধ পথে ডলারের একক মূল্য এবং ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থার কারণে প্রবাসীরা এখন নিয়মিতভাবে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৯ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১২৭ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ডলারে। যেখান গত ১৭ সেপ্টেম্বর আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬০৮ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলারে দাঁড়িয়েছিল। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১০০ কোটি ৩১ লাখ ডলারে।
এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রবাসীরা ৭ হাজার ৬৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫ হাজার ৯৭৮ মিলিয়ন মার্কিন ডলার। সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনের রেমিট্যান্স প্রবাহে আগের বছরের তুলনায় ১৭.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply