শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

ভৈরবে পরিবেশ দিবস উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৯৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন এর আয়োজনে ভৈরব উদয়ন স্কুল মিলনায়তনে প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার শুরুতে বক্তারা বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন। ওরা হতে চায় আগামী দিনের সুলতান। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী।

যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে।

তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সরকারি হাজী আসমত কলেজ বাংলা বিভাগের প্রভাষক ও আবৃত্তিকার লুবনা হক, লেখক ও অভিনেতা মতিউর রহমান সাগর, চিত্র শিল্পী মোহাম্মদ রবিন, ভৈরব উদয়ন স্কুল ইনচার্জ শাহ আলম, আবৃত্তিকার ফারহানা আক্তার লিপি, এমভিশন স্কুলের শিক্ষিকা আফসানা হক, সাংবাদিক রাজীবুল হাসান প্রমূখ।

প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যকে শিক্ষার্থীদের সনদ, পরিবেশ দিবসের টুপি ও টিশার্ট প্রদান করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS