ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নারীর শরিরের কাপড়ের নিচে বিশেষ জেকেটে করে ফেন্সিডিল পাঁচারের অভিযোগে ফেরদৌসী বেগম (৫০) নামের একনারী আটক করে ভৈরব শহর ফাঁরির ইনচার্জ সফিকুল ইসলাম নেতৃত্বে এটি এসআই সাইফুল ইসলাম।
গতকাল বিকাল ৪ টার দিকে ভৈরব আশুগঞ্জ নৌকা ঘাট থেকে তাকে আটককরা হয়। পরে ভৈরব থানা থেকে মহিলা কনেষ্টেবল নিয়ে তার শরির তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কায়দায় বাধা একটি জেকেট খুলতে ই একে একে বেড়িয়ে এলো ৫৬ টি ফেন্সিডিল।সে শহরের ভৈরব পুর উত্তর পাড়া এলাকার প্রদিপ দাসের স্ত্রী।
সে দীর্ঘ দিন ধরে এই এলাকায় ভাড়া থেকে এই ব্যবসা চালিয়ে আসছিলো আটককৃত মাদকের বাজার মূল্য এক লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এই ব্যাপারে ভৈরব থানায় মাদক আইনে মামলার কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
পুলিশ জানায় গোপন সংবাদমাধ্যমে খবর আসে যে সিমান্ত এলাকা থেকে বডিফিটিং অবস্থায় মাদক নিয়ে নৌকা যোগে ভৈরব নৌকা ঘাট নামবে।পরে অন্য স্থানে পাঁচার করবে।খবরের ভিত্তিতে এটি এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নৌকা ঘাটে অবস্থান করে। নৌকাটি ঘাটে ভিড়তেই সন্দেহ ভাজন নারী কে আটক করে ভৈরব শহর ফাঁড়তে নিয়ে আসা হয়।পরে মহিলা কনেষ্টেবল দিয়ে তার দেহ তল্লাশি করে ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে তারই অংশ হিসাবে তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply