মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার) ডেটিং সাইট এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।
সম্প্রতি টুইটার কেনার এক বছর পূর্তিতে এমন ঘোষণা দিলেন টেসলার কর্ণধার ধনকুবের ইলন মাস্ক।
সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মধ্যে এক্সকে সম্পূর্ণ ডেটিং সাইটে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক। এর পাশাপাশি ‘পে ফর এভরিথিং’ ফিচারের মাধ্যমে একই অ্যাপে থাকবে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা।
তবে এক্সের ডেটিং সাইট কেমন হবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি ইলন মাস্ক। টেক বিশ্লেষকরা ধারণা করছেন, এক্সের মাধ্যমে ডেটিং সাইটের সুবিধা ভোগ করতে চাইলে গুণতে হবে বাড়তি অর্থ। এর জন্য আলাদা সাবস্ক্রিপশন মডেল আনতে পারেন মাস্ক।
মূলত, টুইটার কেনার পর থেকে এটিকে সুপার অ্যাপে রূপ দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন মাস্ক। তবে এখন পর্যন্ত টুইটারের নাম বদল থেকে শুরু করে যাই করেছেন মাস্ক, সবটাই জন্ম দিয়েছে বিতর্কের।
সম্প্রতি বিজ্ঞাপনমুক্ত এক্স ব্যবহার করতে প্রিমিয়াম প্লাস নামে নতুন সুবিধা সংযুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটিতে। এ সুবিধা নিয়ে মাসিক ১৬ ডলার ব্যয় করে বিজ্ঞাপনমুক্ত এক্স ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
এর আগে ২০ অক্টোবর ইলন মাস্ক এক এক্স (টুইট) বার্তায় বলেন, শিগগিরই এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য দুইটি নতুন গ্রাহক সেবা চালু করা হবে। একটিতে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সব ফিচারসহ এক্স প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেয়া হবে। তবে এটি বিজ্ঞাপনবিহীন হবে না। অন্যটি হতে যাচ্ছে বিজ্ঞাপনবিহীন, কিন্তু সেটির দাম বেশি।
ডেটিং এবং ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে এক্স ব্যবহারে আবারও নতুন সাবস্ক্রিশন প্যাকেজ আনতে যাচ্ছেন মাস্ক, এমনটাই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply