
ন্যাশনাল ব্যাংক আন্তর্জাতিক মানসম্পন্ন ISO 27001:2022 Information Security Management System (ISMS) সার্টিফিকেশন অর্জন করেছে। এ উপলক্ষে ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহুজাতিক কোম্পানি TÜV SÜD এর কান্ট্রি হেড জনাব কে. নাগরাজ আনুষ্ঠানিক ভাবে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এর নিকট সার্টিফিকেট হস্তান্তর করেন। এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী বলেন, ডিজিটাল যুগে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই সার্টিফিকেশন তথ্য নিরাপত্তা ও আইটি গভর্নেন্সে ন্যাশনাল ব্যাংকের দীর্ঘ মেয়াদি প্রতিশ্রুতি এবং টেকসই অগ্রযাত্রার প্রতিফলন। ISO 27001:2022 সার্টিফিকেশন প্রাপ্তির মাধ্যমে ব্যাংকের তথ্য নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং আন্তর্জাতিক মান দণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, এই অর্জন আমাদের তথ্য নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, ঝুঁকিব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব বিভাগের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও আন্তরিকতার ফল। ভবিষ্যতেও ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, ন্যাশনাল ব্যাংক ২০১০ সালে নিজস্বভাবে উন্নত সফটওয়্যারের জন্য প্রথম ISO সার্টিফিকেশন অর্জন করে। এই অর্জনের ধারাবাহিকতায় ব্যাংক ২০১৮ সালে ISO 27001:2013 (ISMS) সার্টিফিকেশন লাভ করে, যা সম্পূর্ণ IT infrastructure জন্য একটি সমন্বিত cyber security কাঠামো নিশ্চিত করে। ব্যাংক তার Information Technology ও Information Security অগ্রযাত্রায় বহু উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে, যার মধ্যে রয়েছে সুরক্ষিত ডাটা সেন্টার, বৃহৎ পরিসরের ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম, শক্তিশালী কোর ব্যাংকিং সিস্টেম, Well managed ও Load balanced নেটওয়ার্ক অবকাঠামো, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ।
ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্ব ব্যাংক ভবিষ্যৎ AI driven সেবার দিকে অগ্রসর হচ্ছে, এবং smart বিনিয়োগের মাধ্যমে আরও দ্রুত, নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply