চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে দেশের রফতানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৭.৫৮ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৬১ শতাংশ কম। গত বছরের একই মাসের চেয়ে এই মাসটিতে ১৭ কোটি ডলারেরও বেশি পরিমাণে রপ্তানি কমলো। রপ্তানির পরিমাণ নেমে আসে ৩৬৩ কোটি ডলারে, যা আগের সেপ্টেম্বরে ছিল ৩৮০ কোটি ডলারেরও বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তৈরি পোশাকের রপ্তানি কমেছে ৬ শতাংশের মত। মূলত পোশাকের রপ্তানি এ হারে কমে যাবার প্রভাবেই গোটা রপ্তানি আয় নেতিবাচক ধারা চলছে। পোশাকের রপ্তানি কমে দাঁড়ায় ২৮৪ কোটি ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩০১ কোটি ডলার।
একক মাসের হিসেবে রপ্তানি কমলেও অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশের মত বেশি আছে। এর কারণ, অর্থবছরের প্রথম মাসে রপ্তানি বেশি হয় ২৫ শতাংশ। দ্বিতীয় মাস রপ্তানি কমে ৩ শতাংশের মত।
ইপিবি প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে (২০২৫-২৬) মোট রফতানি ৯.৯৭ বিলিয়ন ডলার পৌঁছেছে, যা ৪.৭৯ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই রফতানির মধ্যে নিট সেক্টর ৫.৫৮ বিলিয়ন ডলার রফতানি করেছে, যা ৪.৩১ শতাংশ বৃদ্ধি প্রদর্শন করে। অন্যদিকে, বোনা সেক্টর ৪.৩৯ বিলিয়ন ডলার রফতানি করেছে, যেখানে বৃদ্ধির হার ৫.৪১ শতাংশ।
তবে শুধু সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স ভয়ংকর। এই মাসে দেশের রফতানি আয় কমে ২.৮৪ বিলিয়ন ডলারে নেমেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৫.৬৬ শতাংশ হ্রাস পেয়েছে। নিট সেক্টরের রফতানি কমেছে ১.৬৩ বিলিয়ন ডলারে (-৫.৭৫%), এবং বোনা সেক্টরের রফতানি হয়েছে ১.২১ বিলিয়ন ডলার (-৫.৫৪%)।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply