রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় মাটিচাপা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
খিলক্ষেত থানার এসআই মো. সোহরাব হোসেন জানান, খবর পেয়ে শনিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে লাশটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তরুণীকে মাটিতে পুঁতে রাখা হয়। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply