ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রচার-প্রচারণায় সরগরম কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচনের ভোটের মাঠ , নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মনজয়ের চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা
শেষ মূহর্তে জমে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার- প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তা-ঘাট, অলি-গলি, পাড়া- মহল্লা। দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ নিজ মার্কায় ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নিরাপদে- নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহবান সহকারি রির্টানিং কর্মকর্তার।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আওয়ামী প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুরের প্রতীক কাপ- পিরিচ, বর্তমান উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর প্রতীক ঘোড়া , সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. মোশতাক আহমেদ বুলবুলের প্রতীক কই মাছ , যুবদল থেকে বহিষ্কৃত আল মামুনের প্রতীক মোটর সাইকেল। এছাড়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অলিউল ইসলাম অলি।
ভোটের আগে আওয়ামী লীগে দলীয় নেতাকর্মীদের বিভক্তি যেন দলকে আরও জটিল অবস্থায় ধাবিত করছে। অতীতে যেমন পাল্টাপাল্টি প্রার্থীতা ছিল, এবারও যেন সেই ধারাবাহিকতারই পুনরাবৃত্তি ঘটেছে।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুকে সমর্থন জানিয়ে মাঠে নেমেছেন পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। নেমেছেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। যুবলীগেরও একটি বড় অংশ তার পক্ষে রয়েছে।

এদিকে আবুল মনসুর ছিলেন হাজী আসমত কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি এবং সবশেষে সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক কিশোরগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.মির্জা সুলাইমান, ভৈরব পৌরসভা মেয়র, সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি ইফতেখার হোসেন বেনু,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সৈকত,বিভিন্ন এলাকার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের একটি অংশ তার পক্ষেও রয়েছে।
পাঁচ চেয়ারম্যান প্রার্থীই নির্বাচনী প্রচার জোরদার করার পাশাপাশি নিজস্ব কৌশল প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভোটাররা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন বলে জানান দিচ্ছেন। ভোটারদের অনেকেই বলছেন, কে কোন দলের প্রার্থী সেটা বিবেচনায় নিতে চান না। তারা ভোট দেবেন প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, সততা ও যোগ্যতা দেখে।
শেষ পর্যন্ত ফলাফল কি হয়, দেখার জন্য উপজেলাবাসীর চোখ এখন ৫ জুন নির্বাচনের দিকে। তিন ক্যাটাগরির প্রার্থীরাই কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন যেমন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে, স্হানীয় প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের লোকজন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু ভোট হলে পাঁচ চেয়ারম্যান প্রার্থীই বিজয়ের বিষয়ে আশা প্রকাশ করছেন। তারা সবাই বিজয়ী হলে ভৈরবকে একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন।
এদিকে ভাইস-চেয়ারম্যান পদে জিয়াউর রহমান অরুন (উড়োজাহাজ), মোশারফ হোসেন (মাইক), আনোয়ার পারভেজ (চশমা), মুক্তার মিয়া (তালা), মাহাবুর রহমান (টিয়া পাখি), নুরুল ইসলাম (টিউবওয়েল) ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (হাঁস), সাবিহা মাহাবুব প্রভা (কলস), সানজিদা ইয়াসমিন (ফুটবল) নিয়ে নির্বাচন করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভৈরব উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন, মহিলা ১ লক্ষ ১৬ হাজার ৪৩৯ জন ও হিজড়া ১ জন। তারা ভৈরবের ৯২টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মোট কেন্দ্রের পৌরসভায় রয়েছে ৩৪টি কেন্দ্র ও ৭টি ইউনিয়নে ৫৮টি কেন্দ্র।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে নির্বাচনে কেউ কোনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান, শাকিলা বিনতে মতিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা, ভৈরব. কিশোরগঞ্জ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply