যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হয়েছে। ফলে দেশজুড়ে টিকটক নিষিদ্ধ হতে পারে।
বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স প্ল্যাটফর্মে তার অংশীদারিত্ব বিক্রি না করলে সব মার্কিন অ্যাপ স্টোর থেকে এটি সরানো হতে পারে।
এই বিলটি এখন সিনেটে যাবে। এটা এখনও স্পষ্ট নয় কতজন এর পক্ষে বা বিপক্ষে ভোট দেবেন। তবে সিনেটে পাস হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এতে সই করবেন যাতে বিলটি আইনে পরিণত হয়।
এর আগে এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে অ্যাপটিতে অ্যাকসেস সীমিত করার জন্য আমেরিকান কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে আসছিল।
যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের দাবি, টিকটকের মালিক বাইটড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক রয়েছে। তবে বাইটড্যান্স এবং টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন অ্যাপটিকে নিষিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করেছিলেন।
কিন্তু ট্রাম্প বাইডেনের নতুন বিলের সমালোচনা করে বলেছেন, টিকটক সীমিত করলে ফেসবুক এতে লাভবান হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply