নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জের প্রয়াত ব্যবসায়ী মরহুম আব্দুল মালেক ভুঁইয়ার নামে প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ধারাবাহিক সাফল্যে এ বছর পবিত্র কুরআনের পূর্ন ৩০ পারার হাফেজ হতে সক্ষম হয়েছেন ৩ শিক্ষার্থী।
তারা হলেন, একই গ্রামের ওমর ফারুকের ছেলে হাফেজ মোঃ আবু বক্কর সিদ্দিক(১২), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বুল্লা এলাকার তোতা মিয়ার ছেলে হাফেজ মোহাম্মদ সাকিব হুসাইন(১৩) এবং সফর আলীর ছেলে হাফেজ মোহাম্মদ মুজাহিদ ইসলাম(১৪)।
প্রতি বছরের মতো এবারও ওয়াজ মাহফিল করে আলেম ওলামাদের নিয়ে নতুন হাফেজদের পাগড়ী পড়ানো হয়। এবার প্রখ্যাত আলেমে দ্বীন হাসানুর রহমান আল হুসাইনি নক্সাবন্দি মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে নতুন ৩ জন হাফেজদের পাগড়ী পরিধান করেন। এ সময় বিশিষ্ট আলেম ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার আমিনুল হক ভুঁইয়া ঝিনু বলেন, মাদরাসাটিতে শতাধিক হাফেজ ছাত্র ও কয়েকজন এতিম রয়েছে। তারা হাফেজিয়াসহ দ্বীনি ইলম শিক্ষা করছেন। তাদের মাঝে বেশ কয়েকজনকে নিজেদের পারিবারিক লোকজনের দেয়া খরচে বিণামূল্যে পড়াশোনা ও খাওয়া দাওয়া, আবাসিক ব্যবস্থা দেয় হয়েছে। শিক্ষকদের সব রকম যোগ্যতাকে প্রাধান্য দেয়া হয়। ফলে প্রতি বছর এখান থেকে হাফেজ তৈরী হচ্ছে। যা আমাদের তৃপ্তি দেয়। আমরা গর্বিত যে এ ধরনের প্রতিষ্ঠান গড়তে পেরেছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply