ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মধ্যেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক শিমুলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খলিল মীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত হয়ে বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের উদ্ধোধন করেন ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আহমেদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মোহাম্মদ মামুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানজিদা পারভীন, শিমুলকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.কবির হোসেন।
এছাড়াও উপস্হিত ছিলেন বিদয়ালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষা বৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন,অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয় মাঠ সাজানো হয়েছিল সুন্দর ভাবে। খেলাধুলা পাশাপাশি বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply