ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের চন্ডিবের এলাকায় জামাতার ব্যবসার গোডাউনে আগুন দিয়ে পুড়িয়ে দিল শ্বশুর এমন অভিযোগ ভুক্তভোগী নুর মোহাম্মদ মিয়ার।
অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত শশুর ফারুক মিয়া। আনুমানিক ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি উল্লেখ্য করে পুত্রবধূ সহ ৩ জনকে আসামী করে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন ছেলের বাবা নুর মোহাম্মদ। ঘঠনার সত্যতা পেলে আইনি ব্যবস্তা নিবে বলছেন পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে পুত্রবধু ছাবিয়ার মা (শাশুরি) বকুলা বেগম মেয়ের সংসারে কু পরামর্শ দিয়ে পারিবারিক কলহের সৃষ্টি করে আসছিল। বুধবার সন্ধায় ছাবিয়া ও তার স্বামী নাদিম মিয়ার কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ছাবিয়ার বাবা ফারুক মিয়া জামাতার বাড়িতে এসে মেয়েকে নিয়ে যায় এবং জামাতার পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেবে বলে হুমকি দেন।

সন্ধায় হুমকি দিয়েই গভীর রাতে জামাতা নাদিমের বাড়ির গেইট আটকিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। চারদিকে আগুনের লেলিহান শিখায় ঘুম ভাংগে ভুক্তভোগী পরিবারের। তাদের চিৎকার শুনে এবং আগুন দেখে বাড়ি সংলগ্ন মসজিদের মাইকে ডাকাডাকি করলে এলাকাবাসীসহ প্রতিবেশীরা এসে ঘরের বেড়া কেটে লোকজনকে উদ্ধার করে। এতে আহত হন পবিারের কয়েকজন সদস্য।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় ঘরে রাখা তৈরি করা প্রায় ৮লাখ টাকার বস্তা পুড়ে ছাই হয়ে যায়। সব কিছু হারিয়ে অসহায় পরিবারটি এখন মানবেতর দিনযাপন করছে। অপরদিকে ব্যবসা ধ্বংস হওয়ায় সমিতির কিস্তির টাকা পরিশোধ নিয়ে পরিবারটি পড়েছে এখন মহা বিপাকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply