মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

ভৈরব পৌরসভার প্রায় ৭৩ কোটি ৫১লাখ টাকার বাজেট ঘোষণা

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২১২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রায় ৭৩ কোটি ৫১লাখ টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়।

এবারের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।

এবারের অর্থ বছরে ৭৩কোটি ৫১লাখ ৩৯ হাজার ৮৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন তিনি। যা ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৯৮ কোটি ৩২ লাখ ৯২ হাজার ১৩০ টাকার

বাজেটে আয় ধরা হয়েছে ৭৩কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকা। এরমধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৪৬৩ টাকা। পানি সরবরাহ শাখা থেকে ১ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৬২১ টাকা। এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৮ লাখ ৯০হাজার ৬২১টাকা।

প্রস্তাবিত বাজেট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার সচিব মোঃ  ফারুক হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ বাদশা আলমগীর,প্যানেল মেয়র মমিনুল হক রাজু, সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ,উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেট ঘোষণার পর উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র। 

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন- পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS