কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা নিশ্চিত ও বন্ধকালীন সময়ে চুরি ঠেকাতে ক্যাম্পাসে অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের সহকারী কর্মকর্তা জনি আহমেদ, নিরাপত্তা সুপারভাইজার আশরাফুল ইসলাম, আনসার পিসি (কুষ্টিয়া) মো. আলতাফ হোসেন, আনসার পিসি (ঝিনাইদহ) মিছিল শ্রী মনোজিৎ বালা প্রমুখ।
প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময় কড়া নিরাপত্তা নিশ্চিত ও চুরি ঠেকাতে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হবে। আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও আনসার সদস্যরা এই অভিযান পরিচালনা করছে। মধ্যরাতে আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলগুলোর চারপাশে অভিযান পরিচালনা করেছি।
তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে আমাদের কাছে তথ্য এসেছে- আবাসিক হলের আশেপাশে রাতে নেশা করে বহিরাগতরা। আমরা তথ্য পেয়েই সেসব জায়গায় অভিযান চালিয়েছি। তবে বন্ধকালীন সময় কোনো অপ্রতিকর ও চুরির ঘটনা ঘটেনি। প্রতিদিন রাতে আমাদের এই অভিযান চলবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply