
মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু’র বড়ভাই ”নুরুল ইসলাম লেবু” (৭৫) নির্বাচনী প্রচারনা কালে অসুস্থ হয়ে মৃত্যু বরন করেন।
নিহত নুরুল ইসলাম লেবু উপজেলার ভাবকী গ্রামের মৃত খাদেমুল ইসলামের বড় ছেলে তিনি ঢাকার মোহম্মদপুরের বাসিন্দা টেক্সটাইল কর্মকর্তা।
১৫ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার নিজপাড়া ইউনিয়নে সন্ধ্যা ৭ টায় ছোট ভাই মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু’র ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারনা কালে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় দলীয় নেতাকর্মিরা দ্রুত দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনে নেওয়ার পথেই ইন্তেকাল করেন।
১৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় কবিরাজহাট রহিম বখস উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন কার্য্য সম্পন্ন করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply