
অপি মুন্সী, মাদারীপুর প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে নির্বাচিত হয়েছে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সারাবান তহুরা (রামিসা)। তার এই সাফল্যে বিদ্যালয় ও জেলার শিক্ষা অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
মেধা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে রামিসাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় সে ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রেখে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।
রামিসা নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাসী উপস্থাপনা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের মাধ্যমে অল্প সময়েই শিক্ষক ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তার এই অর্জন প্রমাণ করে যে অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখতে পারে।
এ সাফল্যে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা রামিসাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে তার সর্বোচ্চ সাফল্য কামনা করেছেন।
রামিসার এই অর্জন মাদারীপুর জেলার শিক্ষাঙ্গনে গর্বের নতুন অধ্যায় যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply