
এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রকাশিত এ তালিকায় শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবা আক্তার শ্রাবণী।
তিনি কটিয়াদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়–এর মেধাবী শিক্ষার্থী। নিয়মিত পাঠাভ্যাস, শৃঙ্খলা, শিক্ষাগত সাফল্য ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে তাকে এই সম্মানজনক স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়।
হাবিবা আক্তার শ্রাবণী’র এই গৌরব অর্জনে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের অনুভূতি বিরাজ করছে।
শ্রাবণী অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার শ্রেণী রোল নম্বর (১)। তার পিতা শিবলু মিয়া প্রবাসী এবং মা পেশায় একজন গৃহিণী।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার হয়ে থাকবে।
প্রকাশিত তালিকা অনুযায়ী,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল ও মাদ্রাসা), শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ মোট নয়টি ক্যাটাগরিতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। যাচাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটি এই তালিকা চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ জানায়, নির্বাচিতরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন পাশাপাশি তাদের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাতীয় শিক্ষা সপ্তাহের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা ও গুণগতমান উন্নয়নকে আরও গতিশীলতা আনতে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply