বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

মাত্র দুদিন পরেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যত দিন যাচ্ছে ভোট নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের। ইন্টারনেটে খোঁজা হচ্ছে নানা তথ্য। তার মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে ভোট কেন্দ্র কোথায়?

কোথায় ও কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন সেটি ভোটার হিসেবে জানা অতি গুরুত্বপূর্ণ। কেননা সঠিক কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ভোট দিতে হলে ভোট কেন্দ্রের নাম এবং ভোটার হিসেবে আপনার ভোট দেয়ার সিরিয়াল নম্বর জানতে হবে। তবেই আপনি ভোট দিতে পারবেন।

যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোথায়-

সাধারণত বিগত নির্বাচনগুলোতে এসএমএসের মাধ্যমে ভোটকেন্দ্র সম্পর্কে জানার ব্যবস্থা ছিল। সেই সুযোগ এই নির্বাচনে নেই। তবে এবার ভোটকেন্দ্র সম্পর্কিত সব তথ্য জানার সুবিধার্থে নির্বাচন কমিশন গত নভেম্বর মাসে উদ্বোধন করেন ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি’ (smartelectionmanagement.bd) নামে একটি অ্যাপ। এই অ্যাপটি অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে।

একবার ইনস্টল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে আপনার ভোটকেন্দ্র কোথায়, ভোটের সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য জানা যাবে।

এসব তথ্য ছাড়াও জানতে পারবেন বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেয়ার সিরিয়াল নম্বর, গুগল ম্যাপে আপনার কেন্দ্রের লোকেশনসহ বিভিন্ন তথ্য।

এমনকি আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনে কোন কোন প্রার্থী কী কী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন-সে সম্পর্কিত যাবতীয় তথ্যও জেনে নিতে পারবেন এই অ্যাপ থেকে।

অ্যাপ ছাড়াও ভোটকেন্দ্রর তথ্য জানতে পারবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রতিটি নির্বাচনী আসন ধরে ধরে ভোট কেন্দ্রের তথ্য উল্লেখ করা আছে।

তবে এখান থেকে আপনার কেন্দ্র কোনটি সেটি জানতে হলে আগে জানতে হবে, আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনের কত নম্বর ওয়ার্ডের ভোটার। এটি জানা থাকলে ওই আসনের ভোটকেন্দ্রের তালিকায় আপনার ওয়ার্ডের ভোট কোন কেন্দ্রে হবে সেটি আপনি দেখে নিতে পারবেন। ভোটকেন্দ্র হিসেবে সাধারণত স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকেই ব্যবহার করা হয়।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনে তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুসারে, ৭ জানুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। এ ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সারা দেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট হবে এবার। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, এবার ২৮টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯। মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS