আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের পেসার মোহাম্মদ শামি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আইসিসি নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে নভেম্বর মাসের জন্য সেরা ক্রিকেটার হিসেবে মনোনীতদের নাম প্রকাশ করেছে।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে এ তালিকায় জায়গা করে নিয়েছেন হেড, শামি ও ম্যাক্সওয়েল।
তিন জনের মধ্যে অবশ্য কিছুটা এগিয়ে আছেন ট্রাভিস হেড। গত নভেম্বরে বিশ্বকাপের পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৪৪ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২২০ রান। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ২১ রান খরচায় ২ উইকেট নেয়ার পর ব্যাটে হাতে ৪৮ বলে ৬২ রানের ইনিংসে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
এরপর শিরোপা নির্ধারণী ম্যাচে ১২০ বলে ১৩৭ রানের ইনিংসে তো ভারতকে একাই হারিয়ে দিয়েছিলেন হেড। বিশ্বকাপের পরে আবার ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিতে দলের ৫ উইকেটের জয়ে ১৮ বলে ৩৫ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
এদিকে নভেম্বরে ব্যাট হাতে ঝড় তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের পথে থাকা দলকে তিনি একাই জিতিয়েছিলেন ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে। একপায়ে দাঁড়িয়ে রূপকথার সে ইনিংসের পর তিনি আরও একবার ঝড় তুলেছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ২২৩ রান তাড়ায় ম্যাক্সওয়েলের ৪৮ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে শেষ বলে জিতেছিল অস্ট্রেলিয়া।
অন্যদিকে বল হাতে এবারের বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির। প্রথম চার ম্যাচ বেঞ্চে থাকার পর ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যদিও ম্যাচটি ছিল ২২ অক্টোবরে। নভেম্বরে তিনি খেলেছেন বিশ্বকাপের ফাইনালসহ ৫টি ম্যাচ। যেখানে তিনি দুবার পেয়েছেন ফাইফারের দেখা। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১৮ রানের বিনিময়ে ৫ উইকেট নেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে একাই দলকে জিতিয়েছিলেন তিনি। সব মিলিয়ে তার শিকার ১৫ উইকেট।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply