
ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৬ – ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে সম্পন্ন হলো ১৬তম মবিল কাপ গলফ টুর্নামেন্ট। গত ২১ থেকে ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই ইভেন্টটি “ঐতিহ্যের যাত্রা” স্লোগানকে ধারণ করে গলফারদের এক মিলনমেলায় পরিণত হয়।
গত ২৩ জানুয়ারি ২০২৬, সকাল ৯:৩০ মিনিটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, বিএসপি, এনডিসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানভীর এ চৌধুরী, পরিচালক, ইস্ট কোস্ট গ্রুপ এবং জনাব মো: মুকুল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, এমজেএল বাংলাদেশ পিএলসি।
গত ২৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হয়। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
১৬তম মবিল কাপ আয়োজনের মাধ্যমে এমজেএল বাংলাদেশ পিএলসি বাংলাদেশে গলফ খেলার উন্নয়ন এবং এই খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply