
মোহাম্মদ তারেক: উত্তরার এপিবিএন ফিল্ডে সফলভাবে শেষ হয়েছে ষষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট । ফাইনালে ম্যাচে জাপানকে ১ – ০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রান্স-জার্মানি সম্মিলিত দল। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই জাপান দল রানার্সআপ হয়ে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।
বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ-এর আয়োজনে এবং গেমপ্লে-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অ্যাম্বাসি ফুটবল ফেস্ট কূটনৈতিক সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সফলভাবে শেষ হয়েছে । দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশে অবস্থিত ২৪টি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার দল অংশগ্রহণ করে।
সেমিফাইনালে ফ্রান্স-জার্মানি সম্মিলিত দল ফিলিস্তিনকে এবং জাপান ওয়ার্ল্ড ব্যাংককে পরাজিত করে ফাইনালে ওঠে আসে। ভালো খেলে ফিলিস্তিন তৃতীয় স্থান অর্জন করে। ইতালি পায় ফেয়ার প্লে টিম পুরস্কার। গত আসরের চ্যাম্পিয়ন সৌদি আরব দল পেয়েছে গেমপ্লে স্পিরিট অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড।
এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ফ্রান্স-জার্মানি দলের মিডফিল্ডার রিচার্ড। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন টাইটেল স্পনসর সৌদিয়া এয়ারলাইন্স-এর সৌজন্যে ঢাকা-সৌদি আরব-ঢাকা রুটে একটি রিটার্ন এয়ার টিকিটও । একই দলের গোলরক্ষক লুচো পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরষ্কার। যুক্তরাষ্ট্রের অ্যালেক্স ছয় গোল করে হন সর্বোচ্চ গোলদাতা। টিম নর্ডিক অর্জন করে সেরা নারী খেলোয়াড় পুরস্কার। বিজয়ীরা স্পনসর ছুটি রিসোর্ট-এর সৌজন্যে বিশেষ কুপনও পেয়েছেন।
সমাপনীতে পুরস্কার বিতরণ করেন ড. মো. নজরুল ইসলাম, সচিব (পূর্ব ও পশ্চিম), পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্সেলো সি. সেসা, আর্জেন্টিনার রাষ্ট্রদূত; মিস নিনা পি. কাইংলেট, ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজি, এপিবিএন; মি. সালমান এ. আলালি, কান্ট্রি ম্যানেজার, সৌদিয়া এয়ারলাইন্স এবং অন্যান্য স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয় ব্রডকাস্ট পার্টনার নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে।
আয়োজকরা অংশগ্রহণকারী সকল দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, স্পনসর ও অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছিল টুর্নামেন্টের লজিস্টিকস পার্টনার। ব্রাদার্স ফার্নিচার, অ্যাস্টার ফার্মেসি, ইউনিমার্ট, ফ্রেশ, ম্যাগি ও পোলার ইভেন্টের স্পনসর হিসেবে যুক্ত ছিল। ডেইলি সান প্রিন্ট মিডিয়া পার্টনার এবং আলাপ ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply