নিজস্ব প্রতিবেদকঃ শখের গাড়ি কেনার পর অনেক সময় রেজিস্ট্রেশন নিয়ে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। ক্রেতার সুবিধার কথা চিন্তা করে শত ভাগ ছাড়ে রেজিস্ট্রেশন সুবিধা নিয়ে ঢাকা মোটর শোতে হাজির হয়েছে প্রটোন।
শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ১৬তম ঢাকা মোটর শো-২০২৩-এর প্রদর্শনীতে প্রটোনের দুটি মডেলের গাড়ি কিনলেই শতভাগ ছাড়ে গাড়ির রেজিস্ট্রেশন সুবিধা দেয়া হচ্ছে।
প্রটোনের সেলস ম্যানেজার রাকিব হোসেন সময় সংবাদকে জানান, প্রটোনের দুটি মডেলের মোট ৪টি গাড়ি নিয়ে এই মোটর শোতে হাজির হয়েছে তারা। একটি হলো প্রটোন সাগা, যা বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়। এর মূল্য ১৮ লাখ টাকা।
এ ছাড়াও তাদের আরেকটি গাড়ি রয়েছে ‘প্রটোন এক্স ফিফট, ‘ যার মূল্য ৩৭ লাখ টাকা। এই দুটি গাড়ি কিনলেই কাস্টমারদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শতভাগ সুবিধা দেবেন বলে জানান তিনি।
সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ১৬তম ঢাকা মোটর শো চলবে ১৮ মাচ পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ ছাড়া ঢাকা মোটর শো চলাকালীন একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘৭ম ঢাকা বাইক শো-২০২৩’, ‘৬ষ্ঠ ঢাকা অটোপার্টস শো ২০২২’ এবং ‘৫ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৩’।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply