শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আইপিও রুলস নিয়ে পুঁজিবাজার অংশীজনদের সাথে বিএসইসির মতবিনিময় সভা অনুষ্ঠিত পিপলস লিজিং দর পতনের শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স লেনদেনের শীর্ষে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে লেদার কমপ্লেক্স লিমিটেড এনআরবিসি ব্যাংক-ডিআরইউ শিক্ষাবৃত্তি পেলেন প্রয়াত সদস্য সন্তানরা কলমকে কি জবাব দেম: তাছলিমা আক্তার মুক্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণে যুবদলের জন্য নির্দেশনা বিআরটিএ এর উদ্যোগে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম চালুকরণ কমিউনিটি ব্যাংক ও সিগাল হোটেলস এর মধ্যে ব্যবসায়ীক চুক্তি স্বাক্ষর

এনআরবিসি ব্যাংক-ডিআরইউ শিক্ষাবৃত্তি পেলেন প্রয়াত সদস্য সন্তানরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

কর্মরত থাকাকালীন বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী ডিআরইউ সদস্যদের সন্তানদের লেখাপড়ার জন্য এনআরবিসি ব্যাংকের সহায়তায় শিক্ষাবৃত্তি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ডিআরইউয়ের প্রয়াত ৩৩ জন সদস্যের সন্তানদের জনপ্রতি মাসিক ৩ হাজার টাকা হারে বার্ষিক ৩৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

২৭ নভেম্বর, ২০২৫ বৃহস্পতিবার ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তির চেক হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এই বৃত্তি প্রদানের জন্য এনআরবিসি ব্যাংক সর্বমোট ১১ লাখ ৮৮ হাজার টাকা অর্থ সহায়তা করে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লেখনীর কারণেই আমরা সত্য তথ্য পাই। আপনারা ডিআরইউতে স্কুল করার কথা বলেছেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আকাঙ্ক্ষা থাকলে অবশ্যই কিছু অর্জন করা সম্ভব। আপনারা এগিয়ে যান। সফল হবেন। ডিআরইউর প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করেছেন এটা বিশাল ব্যাপার। এজন্য ডিআরইউকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লেখনীর কারণেই আমরা সত্য তথ্য পাই। আপনারা ডিআরইউতে স্কুল করার কথা বলেছেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আকাঙ্ক্ষা থাকলে অবশ্যই কিছু অর্জন করা সম্ভব। আপনারা এগিয়ে যান। সফল হবেন। ডিআরইউর প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করেছেন এটা বিশাল ব্যাপার। এজন্য ডিআরইউকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। সকল পর্যায়ের মানুষদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। এনআরবিসি ব্যাংক প্রয়াত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যই প্রশংসার দাবীদার। সকল প্রতিষ্ঠান এ ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিলে একজন শিশুও আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হবেন না।
এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও সিইও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। তাঁদের লেখনীর মাধ্যমে অসংগতিগুলো যেমন বেরিয়ে আসে তেমনি উন্নয়নের পথনকশাও পাওয়া যায়। আমরা এনআরবিসি ব্যাংক সমাজের একেবারে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করছি। আমাদের বিস্তৃত প্রায় ৬০০ নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে অর্থায়ন করে তাদের আর্থিক উন্নয়নে কাজ করছি। পাশাপাশি সিএসআর তহবিলের আওতায় শিক্ষা ও চিকিৎসায় সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তসহ অসহায় মানুষদের কল্যাণে অর্থ ব্যয় করা হচ্ছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করেন। কিন্তু নানা কারণে তাদের আর্থিক নিরাপত্তা নেই। আমাদের ডিআরইউয়ের ৩৩ জন সদস্য অকালে মৃত্যুবরণ করায় তাদের পরিবার সংকটে পড়েছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এনআরবিসি ব্যাংককে ধন্যবাদ অসহায় পরিবারদের সন্তানদের বৃত্তি প্রদানে এগিয়ে আসার জন্য।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এনআরবিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিকদের কল্যাণমুলক কাজে এগিয়ে আসার জন্য। ভবিষ্যতে এ ধরনের কাজে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডিআরইউ’র কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দিন ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS