মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ক্যাবলস পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স দর পতনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স লেনদেনের শীর্ষে ভৈরবে ৫হাজার ইয়াবাসহ নারী আটক বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বা ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যতার ঝুঁকিতে: বিশ্বব্যাংক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিআরজেএ’র বিশেষ দোয়া মাহফিল আয়োজন পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আইসিবিকে ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার দর্শনায় কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন দাবিতে দু’পক্ষের সংঘর্ষ: থমথমে কেরু এলাকা

পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আইসিবিকে ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। এই টাকা সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানটিকে এই অর্থ সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সরকারের কাছে আইসিবি মোট ১৩ হাজার কোটি টাকার সহায়তা চাইলেও প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা সফট লোন হিসেবে পেয়েছে। ১০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে প্রথম বছর থাকবে গ্রেস পিরিয়ড। এরপর প্রতি ছয় মাসে মূলধন ও ৫ শতাংশ সুদসহ কিস্তি পরিশোধ করতে হবে।

সরকারি এ ঋণ শুধুমাত্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যবহার করা যাবে। এটি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে, বাজারে বড় আকারের সরকারি বিনিয়োগ সাধারণত মূল্য বৃদ্ধি এবং স্বাভাবিক চাহিদা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ঋণ পাওয়ার পরই নতুন একটি বেনেফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব খোলা হয়েছে এবং সোমবার দুপুর ২টার পর থেকে কিছু শেয়ার কেনা শুরু হয়েছে। তিন মাসের মধ্যে বিনিয়োগের অগ্রগতি সম্পর্কে সরকারকে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এক শক্তিশালী প্রথম ধাপ হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS