অদ্য ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা বরিশাল সেতুর দাবিতে ছাত্র জনতার পথযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত অবস্থানে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সংহতি প্রকাশ। এতে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি নুর মোর্শেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, কেন্দ্রীয় নেতা আক্কাস আলী, জাকির হোসেন হাওলাদার, মাকসুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, তাদের এই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি। এটি ভোলা বাসীর প্রাণের দাবি। এই দাবিটি বাস্তবায়ন হলে ভোলা বাসীর যতটা উন্নয়ন হবে তার চেয়ে বেশি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভোলাতে রয়েছে প্রাকৃতিক গ্যাসসহ কৃষি খাতে অপার সম্ভাবনা। ভোলার গ্যাস ব্যবহার করে শিল্প নগরীসহ গ্যাসভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা হলে দেশের অর্থনীতি আরো অনেক দূর এগিয়ে যাবে। তাই আমরা ভোলা বরিশাল সেতুসহ দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা ভোলা বাসী সব সময় শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থাসহ সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়ে আসছি। বিগত দিনের সরকার আমাদেরকে স্বপ্ন দেখালেও তা বারবার ভেঙেছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ভোলা বাসীর দাবির লক্ষ্যে ভোলাতে গিয়ে কথা দিয়ে এসেছিলেন ২০২৬ সালের জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ আরম্ভ হবে। অথচ পরবর্তীতে সেটি কি আবার স্থগিত করা হলো? বিগত সরকারের ন্যায় এই সরকার ভোলা বাঁশির সাথে তালবাহানা করছে। তাই আমরা বলতে চাই কোন প্রকার কাল বিলম্ব না করে ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের উদ্যোগ নিন। অন্যথায় ভোলা বাসী আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply