আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় চালাচ্ছে গণসংযোগ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে তীব্র শোষণের শিকার দলটি বর্তমানে স্বাধীনভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে। ভোটারদের মাঝেও জামায়াত নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ।
জনসংযোগের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের অধীন বনানী থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো বেকারত্ব দূরীকরণ ও আত্নকর্মসংস্থান বিষয়ক বিশেষ কার্যক্রম। ১৯ নভেম্বর (মঙ্গলবার) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
অনুষ্ঠানে ১৫ টি পরিবারকে ভ্যান গাড়ি, ভ্রাম্যমান দোকান ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী, ১০ টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ এবং ১০০০ মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডা. এসএম খালিদুজ্জামান বলেন, “জামায়াত ক্ষমতায় এলে কেমন রাষ্ট্র গঠন করবে, তারই একটি ট্রায়াল হলো মানুষের কর্মসংস্থান বাবদ এসব সহোযোগীতা করা। তিনি আরো বলেন, মানুষকে দান বা ত্রাণের ওপর নির্ভরশীল থাকতে হবে না। আমরা পরিকল্পিত কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করতে চাই।”
তার মতে, “জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশকে একটি দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ হিসাবে গড়ে তোলা হবে। দেশের প্রতিটি মানুষ সমান অধিকার পাবে। এছাড়া দেশের প্রতিটি মানুষের কর্মের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির মহানগরী মজলিসে শূরা সদস্য ও বনানি থানা জামায়াতের আমীর মিজানুর রহমান খান । সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবৃত্তি রাফি।
এসময় আরও উপস্থিত ছিলেন আসন নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল, মহাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক মুজাহিদী, আসন প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply