ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৫, রবিবার: ৪র্থ সনি-স্মার্ট জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অংশ নিয়ে ১৬টি স্বর্ণপদক, ১৮টি রৌপ্যপদক এবং ৩৪টি তাম্রপদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাধীন দল রাজধানীর আগারগাঁওয়ের স্মার্ট স্পোর্টস একাডেমির প্রতিযোগিরা।
এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশব্যাপি ব্যাংক, বীমা, জেলা, বিভাগ, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিমানসহ মোট ৪০টি সংস্থার পক্ষে ৯০০ জন পুরুষ এবং ৩০০ জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করেন। এতে সর্বোচ্চ স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ ব্যাংক কারাতে দলের প্রতিযোগিরা।
সম্প্রতি ঢাকার মিরপুরের মেহফিল কনভেনশন হলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয় সিতোরিউ কারাতে ফেডারেশন। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট)।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গ্র্যান্ড মাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঢাকার বিচারক মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সনি-স্মার্ট-এর হেড অব মার্কেটিং ও স্মার্ট স্পোর্টস একাডেমি টিম ম্যানেজার আজাদ রহমান, টিম ম্যানেজার মুহাম্মদ জিন্নাতুল হাবীব, প্রধান প্রশিক্ষক – জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়, কোচ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাজ মোহাম্মদ রেহানউদ্দিন, বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি শেখ ওয়াহেদ আলী, সমলেম হোসেন বিশ্বাস ও প্র. অজয় দে, সাধারণ সম্পাদক শিহান মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বিল্লাল, ফরমান আলী, মো. জসীম উদ্দিন ও গাজী ইউনুস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. তারেক জেড এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply