আজ ৭ ই নভেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ১১.৩০ ঘটিকা থেকে বিকাল ০৫ ঘটিকা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে “নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত বলেন-জাতীয় নিরাপত্তা ও নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেশ ও জাতির কল্যাণে গণমানুষের চাহিদা পূরণে সকলকে মানবিক হয়ে কাজ করতে হবে। সরকারের দায়িত্ব হলো জাতিকে পথ দেখানো আর জনগণের কাজ হলো দেখানো পথে হাটা। কিন্তু বর্তমান সময়ে কেন যেন সরকার আর জনগণের দূরত্ব বেড়েই চলছে। যা কারো কাম্য নয়। আমাদের মনে রাখা উচিৎ এদেশ এবং জাতি রক্ত দিয়ে গড়া জাতি। পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি যদি হতাশ হয় তাহলে বড়ই দূর্ভাগ্য বটে। এ থেকে উত্তোরণের জন্য জাতীয় ইস্যুতে সর্বদলীয় ঐক্যমত দরকার। আর এধরনের জাতীয় সংলাপই সমাধানের অন্যতম মাধ্যমে বলে আমি মনে করি।
সংগঠনের মহাসচিব কথাসাহিতিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ বলেন- নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচন জাতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় নির্বাচন এখন গণদাবী হলেও নাগরিকের জান-মাল সূরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমান অন্তরবর্তিকালীন সরকারের সবার আগে নিশ্চিত করতে হবে। বৈষম্য থেকে সুরক্ষা ও বাক-স্বাধীনতা এবং স্বাধীন কথা বলার নিশ্চয়তা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-আবু আহাদ আল মামুন (দীপু মীর) চেয়ারম্যান জাতীয় একতা পার্টি তিনি বলেন-রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মাধ্যমে একমাত্র একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমই দিতেপারে জাতির প্রকৃত মুক্তি এবং জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। এ সময় অনন্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবের হোসেন কাজী সাব্বির (সভাপতি এন সি বি) কাজী মনিরুল ইসলাম মনির (সভাপতি পল্লী উন্নয়ন পার্টি), মনসুর রহমান পাশা (চেয়ারম্যান, জাতীয় জনতা লীগ), মাওলানা আরিফুর রহমান (সভাপতি, ন্যাশনাল মুসলিম লীগ), সৈয়দ শামসুল হোসেন (চেয়ারম্যান, বাংলাদেশ প্রগতিশীল পার্টি) এস এম জাকির হোসেন (নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ একু শে পার্টি), মাওলানা কাজী মনিরুজ্জামান (চেয়ারম্যান, শানে আউলিয়া বাংলাদেশ), এস এম আবু তাহের, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, তানভীর হাসান, ডাক্তার ফুয়াদ সহ আরো অনেকে।
পরিশেষে সমাপনী বক্তব্যের ডাক্তার এস এম সারোয়ার বলেন-দেশের ক্রান্তকাল মৃতুর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই। সুন্দর এবং কল্যাণমুখী দেশ গড়তে জাতীয় নিরাপত্তা ও নির্বাচিত সরকরের এই মূহুর্তে খুবই প্রয়োজন। তাই এই লক্ষেই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কাজ করে যাচ্ছে। আপনারাও আমাদের অগ্রযাত্রায় সারথি হয়ে সঙ্গ দিবেন সেই প্রত্যাশায় রাখি। পরিশেষে অনুষ্ঠানের উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি সংলাপ সমাপ্তি ঘোষনা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply