আমাদের প্রধান দাবি ও চাওয়া:
১. সরকারি এবং বেসরকারি উভয় কর্মক্ষেত্রে আমাদের সঠিক গুরুত্ব, মূল্যায়ন ও পূর্ণ স্বীকৃতি দেওয়া হোক।
২. দেশের মানুষ জানুক মিডওয়াইফ কি এবং মিডওয়াইফের কাজ কি।
প্রথমত – আমরা কর্মক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রেই সঠিক স্বীকৃতি পাইনা। একদিকে সরকারিভাবে অনেক বছর পরপর নিয়োগ দেয়। আরেকদিকে প্রাইভেট হাসপাতালগুলোতে আমাদের কম মূল্যায়ন দেওয়া হয়। অনেক জায়গায় চাকরিতে নেওয়াই হয়না বা নিলেও নার্স হিসেবে নেয়। আবার সরকারি চাকরি ছাড়া বিএসসি করতে পারিনা। যার কারণে বাহিরের দেশেও যাওয়ার চেষ্টা করারই সুযোগ পাইনা এবং কোন উপযুক্ত সুযোগ না পেয়েই চাকরির বয়স শেষের পথে এসে যায়।
দ্বিতীয়ত – দেশের অধিকাংশ মানুষ জানেনা মিডওয়াইফ কি এবং মিডওয়াইফের কাজ কি। স্বাভাবিক প্রসবের হার বাড়াতে হলে এবং মিডওয়াইফারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে প্রথমে প্রতিটি মানুষকে জানতে হবে যে ‘মিডওয়াইফরা কে’।
আমাদের মানববন্ধনে আসার মূল উদ্দেশ্য হলো-
১. নার্সিং ও মিডওয়াইফারি সেবা সম্পর্কিত সরকারি ও বেসরকারি সকলক্ষেত্রে মিডওয়াইফদের সঠিক গুরুত্ব, মূল্যায়ন ও পূর্ণ স্বীকৃতি পাওয়া।
২. দেশের সাধারণ মানুষের কাছে আমাদের পরিচয় তুলে ধরা এবং স্বাভাবিক প্রসবের প্রতি তাদের আস্থা ফিরিয়ে নিয়ে আসা।
জানুন মিডওয়াইফ কে!
১. মিডওয়াইফদের প্রধান কাজ হলোঃ মায়েদের গর্ভপূর্ব, গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তী সেবা প্রদান, পরিবার পরিকল্পনা সেবা, নবজাতক, প্রজনন ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রদান করা।
২. মিডওয়াইফদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাঃ মিডওয়াইফরা গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী জটিলতাগুলো দ্রুত শনাক্ত করেন এবং জরুরী স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
৩. মিডওয়াইফরা মানসিক সমর্থন, আরামদায়ক পরিবেশ এবং নন-ফার্মাকোলজিক্যাল ব্যাথা উপশম পদ্ধতিতে মনোনিবেশের মাধ্যমে প্রসূতি মাকে স্বাভাবিক প্রসবের জন্য উদ্বুদ্ধ করেন। এতে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের সংখ্যা হ্রাস পায়।
৪. গ্রমীণ ও প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী, গুণগত ও মানসম্মত প্রসূতি সেবা প্রদান করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply