নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন। আর এ কারণেই চাল-চুলোহীন নাবালক, এমএলএ কোম্পানী ও বেশবদলানো কিছু ফ্যাসিস্ট-এর রাজনৈতিক প্লাটফর্মকে কিংস পার্টি হিসেবে নিবন্ধন নিয়ে গত ১৩ বছর রাজপথে থাকা নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা প্রমুখ এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন। বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশীরা বারবার প্রতারিত হয়েছে। সর্বশেষ প্রতারিত হয়েছে ছাত্র আন্দোলনকে বিশ্বাস করে। আর তার সর্বশেষ প্রমাণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবিকে সকল শর্ত পূরণ করা স্বত্বেও নিবন্ধন না দেয়া। প্রথম এই নির্বাচন কমিশন বায়াসড, দ্বিতীয় বায়াসড এবং তৃতীয়ত বায়াসড। নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন না দিয়ে তারা ভেবেছে ছাত্র-যুব-জনতার পক্ষের কথা বলা বন্ধ করে রাখবে, কিন্তু তা কখনোই সম্ভব হবে না। বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর ২০১৭, ২০২২ সালে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিলো। সর্বশেষ ২০২৫ সালে সকল শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করলেও খোড়া অযুহাতে অতিতের ফ্যাসিস্ট সরকারের বায়াসড নাসির নির্বাচন কমিশন নিবন্ধন থেকে বঞ্চিত করেছে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply