শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দ্যা নিউজ সম্পাদক ও প্রকাশকের উপর হামলার প্রতিবাদ ও মানববন্ধন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ৪১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত জাতির সাথে নির্লজ্জ প্রতারনা ঐকমত্যের নামে ছল চাতুরীর আশ্রয় নিয়েছে জুলাই সনদ প্রণয়ন ঐকমত্য কমিশন: সিপিবি(এম) গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হারুন আল রশিদ খান চলতি বছরের অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি কমিউনিটি ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে কৃষি সেবায় ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম জারি সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে সারাদেশে আটক ১৪৯ জন

জাতির সাথে নির্লজ্জ প্রতারনা ঐকমত্যের নামে ছল চাতুরীর আশ্রয় নিয়েছে জুলাই সনদ প্রণয়ন ঐকমত্য কমিশন: সিপিবি(এম)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান সংবাদপত্রে প্রেরিত এক বার্তায় বলেন, জুলাই গনঅভ্যুত্থান অর্থই অন্যায়ের বিরুদ্ধে লড়াই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল  হত্যাকান্ডের বিচার, সংস্কার এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেজন্য অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে যে ১১টি কমিশন গঠন করেছিল তার প্রতি সকল রাজনৈতিক দল সহ দেশবাসী সমর্থন জানিয়েছিল। সংস্কার প্রস্তাব চুড়ান্ত করতে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনার জন্য যে ঐকমত্য কমিশন গঠন করেছিল তাতে রাজনৈতিক দলসমূহ অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা করেছিল। প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রস্তাব ও মতামত প্রদান করে।

নেতৃবৃন্দ বলেন, ঐকমত্য কমিশনের কাজ শুরুর উদ্বোধনী দিনে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ প্রধান উপদেষ্টা বলেছিলেন সব দল যে সব প্রস্তাবে একমত হবে সেগুলো নিয়েই ঐকমত্য কমিশন জুলাই সনদ প্রণয়ন করবে। কিন্তু আশ্চার্যের বিষয় প্রথমে ১৬৬টি প্রস্তাব স্প্রেডশীট এবং পরে ২০টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলসমূহের সাথে দীর্ঘ ৬/৭ মাস ধরে আলোচনা যুক্তি তর্কের পর বেশ কিছু বিষয়ে একমত হয় এবং বেশ কিছু বিষয়ে দলসমূহ আদর্শিক পার্থক্যের কারণে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট দেয়। সবশেষে ঐকমত্য কমিশন ৮৪টি সুপারিশ বেশ কিছু বিষয়ে নোট অব ডিসেন্টসহ জুলাই সনদের খসড়া চূড়ান্ত করে এবং তা বাস্তবায়নের জন্য একটি অঙ্গীকার নামা প্রণয়ন করে।

নেতৃদ্বয় বলেন, যে সব বিষয়ে সব দল একমত হবে কেবলমাত্র সেগুলো নিয়েই ঐকমত্যের জুলাই সনদ প্রণীত হওয়া দরকার। যা প্রধান উপদেষ্টাও রাজনৈতিক দল ও জাতির সামনে অঙ্গীকার করেছিলেন। কিন্তু ঐকমত্য কমিশন তাদের পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ভিন্ন মতসহ জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে এবং গত ১৭ অক্টোবর ঢাক ঢোল পিটিয়ে সনদে স্বাক্ষর অনুষ্ঠান করে। ভিন্নমতসহ সনদ প্রণয়ন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রণীত সংবিধানে রাষ্ট্রীয় ৪ মূলনীতিসহ আদর্শিক বিষয়সমূহ বাদ দেওয়ার সুপারিশ সনদে আছে। এজন্য অনেক দলই জুলাই সনদে স্বাক্ষর করেন নাই।

নেতৃদ্বয় বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়নের জন্য জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দলের দাবিতে ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে তার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা ও অর্জনকে ধুলিস্যাৎ করতে জুলাই সনদের কফিনে শেষ পেরেক ঠুকেছে। এটা জুলাইয়ের শহীদদের ও জাতির সাথে একাধারে প্রতারণা এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য ও বিভক্তি সৃষ্টির অপপ্রয়াস। অন্যদিকে এই সুপারিশ জাতীয় নির্বাচনকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়ার এক অশুভ ইঙ্গিত ও মুক্তিযুদ্ধ কে খাটো করে স্বাধীনতা বিরোধীদের আসকারা দেওয়া হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, সংবিধান অনুযায়ী ১০৬ অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে সংবিধান মেনে শপথ নিয়ে সরকার গঠন এবং সেই সরকার গঠিত সংস্কার কমিশন আজ জুলাই সনদ বা রাজনৈতিক সমঝোতার দলিল বাস্তবায়নের যে সুপারিশ করেছে তা সংবিধানের সুস্পষ্ট লংঘন। এই কমিটিই অবৈধ। বাস্তবায়ন সুপারিশে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ ২০২৫ নামে একটি সাংবিধানিক আদেশ জারি করবে সরকার। অতঃপর আদেশের পক্ষে গণভোট করবে। আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্থাৎ আগামী সংসদ একাধারে জাতীয় সংসদ ও ৯ মাসের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। সাংবিধানিক আদেশ কে জারি করবে? কোন ক্ষমতা বলে আদেশ জারি করবে? বিদ্যমান সংবিধানে কি এরূপ আদেশ দেওয়ার এবং গণভোটের বিধান আছে? বহু বিতর্কিত বিষয়ের অবতারণা করে ঐকমত্য কমিশন শুরু থেকেই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন সুপারিশ প্রণয়নে যে একটি গোষ্ঠীর মতামতকে প্রাধান্য দিয়ে সংবিধানের মতো জাতীয় ও জনগুরুত্বপূর্ণ বিষয়কে হেলা ফেলার বস্তু বানিয়ে বাস্তবে জুলাইয়ের অর্জনের সাথে বেঈমানী করেছে ঐকমত্য কমিশনের বাস্তবায়ন সুপারিশের জন্য আদেশ বর্তমান সরকারের এখতিয়ার বহির্ভূত ও দুরভিসন্ধিমূলক। তাছাড়া সনদ বাস্তবায়নে গণভোট অপ্রয়োজনীয়। জাতীয় সংসদেই সর্বসম্মত বিষয় নিয়ে তৈরি সনদ বাস্তবায়ন সম্ভব।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে স্বৈর শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। অথচ, জুলাই সনদের অঙ্গীকার নামায় সনদকে দায়মুক্তি দিয়ে আদালতে যেতে পারবেনা বলা হয়েছে। এবং আগামী সংসদ/ সংবিধান সংস্কার পরিষদ ৯ মাসে অর্থাৎ ২৭০ দিনে সনদ অনুমোদন না করলে সয়ংক্রিয়ভাবে তা সংবিধানে যুক্ত হবে মর্মে সুপারিশ করা হয়েছে। যা চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশ। জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং জনগণের সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করার সামিল। এটা মনে হচ্ছে  চক্রান্ত সংবিধান সংস্কার পরিষদ বা গণভোট  যাই বলি বা যে কোন আইন তো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতীয় সংসদেই করবে সংসদ কে পাস কাটিয়ে যা করা হয়েছে এটা অবৈধ।

নেতৃবৃন্দ বলেন, অর্থনীতি খাদের কিনারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বকালের মধ্যে খারাপ অবস্থায় আছে। দ্রব্যমূল্য অসহনীয়, কারখানা বন্ধ হচ্ছে, নতুন কর্মসংস্থার নাই, বেকারত্ব বাড়ছে, দেশি বিদেশি বিনিয়োগ বন্ধ, দারিদ্র বাড়ছে। একটি সুষ্ঠু নিরপেক্ষ  গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অন্যথায় অনির্বাচিত সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে সংকট ততো বাড়বে দেশ ধ্বংস হবে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা, নির্বাচনী পরিবেশ নিশ্চিত ও টাকার খেলা, পেশি শক্তির দৌরাত্ম, সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS