লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামে বড় ভাই পুলিশ সদস্য এনায়েত উজ্জামান চৌধুরীর প্রেমের বলি হয়েছেন ছোট ভাই সাদেকুজ্জামান সাদেক চৌধুরী নামে এক কলেজ ছাত্র। বড় ভাইর প্রেমিকা স্ত্রীর পরিবারের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। নিহত সাদেকুজ্জামান সাদেক ওই গ্রামের খালেকুজ্জামান চৌধুরীর ছেলে ও বৃন্দাবন সরকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। গত বুধবার (২২-অক্টোবর)
সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক রয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বলাকিপুর গ্রামের খালেকুজ্জামানের ছেলে পুলিশ কনস্টেবল এনায়েত উজ্জামানের সঙ্গে একই গ্রামের শারাজ মিয়ার মেয়ে কলেজ ছাত্রী তাছনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন এনায়েত। পরে তিনি কর্মস্থলে ফেরার সময় তাছনিয়াকে সঙ্গে নিয়ে পালিয়ে যান এবং বিয়ে করেন। এতে করে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ থেকে বলাকিপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন এনায়েত উজ্জামানের ছোট ভাই সাদেকুজ্জামান সাদেক।
পথিমধ্যে তাকে একা পেয়ে তাছনিয়ার পরিবারের লোকজন কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়য লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর একটি সূত্র জানায়, নিহত বৃন্দাবন কলেজের শিক্ষার্থী সাদেক ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য কাগজপত্রও তৈরি করছিলেন। এর মধ্যেই বড় ভাইর প্রেমের বলি হলেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, নারী সংক্রান্ত বিষয়ের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকাণ্ড জড়িতদেও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
Leave a Reply