
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: দেশের বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকারিভাবে ১,৩০০ টাকার আশেপাশে নির্ধারিত থাকলেও মাঠ পর্যায়ে তা ২,০০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের এই লাগামহীন কারসাজিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) প্রতি মাসে দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রতিফলন নেই। এটি সরাসরি আইনের লঙ্ঘন এবং সাধারণ মানুষের ওপর চরম জুলুম। শ্রমিক, শ্রমজীবিসহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো আজ রান্নার খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, অনেক ডিলার অধিক মুনাফার আশায় মজুধদারি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি অবিলম্বে প্রতিটি বিক্রয় কেন্দ্রে রশিদ প্রদান বাধ্যতামূলক করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানান।
এম.নুরুল হুদা চৌধুরী সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং বাড়তি দাম চাইলে হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ করার অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, যদি দ্রুত এই অস্থিরতা নিরসন করা না হয়, তবে শ্রমিক, শ্রমজীবিসহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply