
সাতক্ষীরার দেবহাটা থেকে ৭৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার (১৯ জানুয়ারি) রাত আটটার দিকে দেবহাটার বহেরা গ্রামের দারুল উলুম আমিল মাদ্রাসার সামনে এআটকের ঘটনা ঘটে।
ডিবি পুলিশের আটককৃত যুবকের নাম মোঃ ঈমন আলী (২৭)। সে পার্শ্ববর্তী পুস্পকাটি গ্রামের মোঃ ওমর আলী’র ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, আমার তত্বাবধায়নে ইন্সপেক্টর মোঃ জামিল কবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইয়াবা বিক্রির সময় ওই যুবককে ৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply