বাংলাদেশ ব্যাংক হজ কার্যক্রমের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপশাখাগুলো আগামীকাল (১৮ অক্টোবর) খোলা রাখার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, হজ নিবন্ধনের জন্য অর্থ জমা দিতে ইচ্ছুক আমানতকারীরা যতক্ষণ ব্যাংকে উপস্থিত থাকবেন, সংশ্লিষ্ট শাখাগুলোকে ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে। এছাড়া, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও ব্যাংকগুলোকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply