ডলারের দর স্থিতিশীল রাখতে ১২১ টাকা ৮০ পয়সা দরে আটটি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই থেকে চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কিনেছে। এ উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলারে।
অর্থনীতিবিদরা বলছেন, নিলামের মাধ্যমে ডলার কেনার ফলে রেমিট্যান্স প্রেরক ও রফতানিকারকরা কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। একইসঙ্গে এই পদক্ষেপে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply