দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএসএস ক্যাবলস পিএলসির শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ। আর ৮ দশমিক ৮৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড, বেস্ট হোল্ডিং পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি,আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং ইন্দো-বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply