
খুলনা জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খন্দকার বলেছেন ভোটারদের ভোটদান নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেনা অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে। নির্বাচনের কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীরা শতভাগ সরকারের আজ্ঞাবাহক হবে। সরকার চায় দেশের মানুষ সংস্কারের পক্ষে তাদের মতামত হ্যাঁ এর পক্ষে দিবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটারদের ভোটাধিকার নিরাপত্তার সাথে প্রয়োগের ক্ষেত্রে যা করা দরকার এ সরকার করবে।
আজ বুধবার (১৪ই জানুয়ারী) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গভভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনা নূরুল হাই মোহাম্মদ আনাস।
প্রধান অতিথি বলেন, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ফলাফল নিশ্চিত করতে পারে। তিনি সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে গণভোট সংক্রান্ত আইন, বিধি-বিধান ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু গণভোট আয়োজনের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে গণভোট ২০২৬ সংক্রান্ত লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার আশফাক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকপ বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন।এছাড়াও ইমাম, শিক্ষক, সাংবাদিক, উপজেলা সহকারী কৃষি অফিসারগণ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন। অনুস্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply