পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ১০টি বড় সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বুধবার (০৭ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসবেন। মূলত লাভজনক এসব প্রতিষ্ঠানের শেয়ারবাজারে ছাড়ার বিষয়ে তাদের উৎসাহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
তালিকাভুক্তির জন্য প্রাথমিকভাবে যে ১০টি কোম্পানিকে নির্বাচন করা হয়েছে, তার মধ্যে কয়েকটি পুরোপুরি সরকারি মালিকানাধীন এবং কয়েকটি বহুজাতিক কোম্পানি, যেখানে সরকারের সামান্য অংশীদারিত্ব রয়েছে। উপদেষ্টা মহোদয় এসব কোম্পানির প্রধানদের কাছ থেকে শুনবেন যে বাজারে আসতে তাদের কী কী সুবিধা বা নীতিগত সহায়তা প্রয়োজন। সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাজারে আনার বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার।’
বৈঠকে আমন্ত্রিত কোম্পানিগুলোর তালিকায় রয়েছে—কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, সিনজেন্টা বাংলাদেশ, সিনোভিয়া বাংলাদেশ এবং নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড। এসব কোম্পানিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুরোধ জানানো হবে।
বাজার বিশেষজ্ঞরা মনে করেন, গত কয়েক বছরের চরম অস্থিরতা এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রধান কারণ হলো বাজারে মৌলভিত্তি সম্পন্ন ভালো শেয়ারের অভাব। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিশ্বজুড়ে সবচেয়ে খারাপ পারফর্ম করা বাজারের তালিকায় ছিল। ২০২৫ অর্থবছরেও ডিএসইর প্রধান সূচক প্রায় ৩৫১ পয়েন্ট বা ৬.৭ শতাংশ হারিয়েছে এবং বাজার মূলধন কমেছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।
এই পরিস্থিতিতে ইউনিলিভার বা নেসলের মতো ‘ব্লু-চিপ’ কোম্পানিগুলো বাজারে এলে তারল্য সংকট কাটবে এবং বিনিয়োগকারীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।


































Leave a Reply