প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনজন। ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামের সঙ্গে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ঋতুপর্ণা ও সাগরকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার নিজের করে নেন মিরাজ। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মাননা দেওয়া হয়। সেখানেই সেরাদের সেরা হন মিরাজ।
বর্ষসেরা ক্রিকেটারের মুকুটও ওঠে মিরাজের মাথায়। ২০২৪ সালে ব্যাট-বল হাতে মিরাজ ছিলেন অনবদ্য। বিশেষত, টেস্টে। সাদা পোশাকে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা সিরিজে তার অবদান ছিল অসাধারণ। যার স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো ’কুল বিএসপিএ’-র বর্ষসেরার খেতাব জেতেন মিরাজ।
২০২৪ সালে ১০ টেস্টে মিরাজ রান করেন ৬১৪। উইকেট নেন ৩১টি। ওয়ানডেতে ৯ ম্যাচ খেলে ৩০৫ রানের পাশাপাশি নেন ৮ উইকেট। টি-টোয়েন্টিতে অবশ্য ভালো করতে পারেননি সেভাবে। ৪ ম্যাচে ১০৬ রান করার পাশাপাশি নেন মোটে ১ উইকেট।
বর্ষসেরা ক্রীড়াবিদ ও ক্রিকেটার হয়ে মিরাজ জানান নিজের ভালো লাগার কথা। তিনি বলেন, ‘আবারও এই পুরস্কার পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।’
মিরাজের সঙ্গে স্বীকৃতি পেয়েছেন আরেক ক্রিকেটার নাহিদ রানা। ২২ বছর বয়সী এই পেসারের হাতে উঠেছে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের সম্মাননা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply