ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আজ (২৬ মার্চ) বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে সকাল ৭টায় ভৈরব পানাউল্লাহর চর বধ্যভূমিতে বীর শহিদদের প্রতি পুষ্প অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,নিসচার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, নিসচার পৃষ্ঠপোষক ভিপি মোঃ সাইফুল হক, নিসচার সাবেক সহ-সভাপতি ও রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ সাধারণ সম্পাদক ও নিসচা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন,সাবেক সদস্য প্রভাষক সজল কুমার দেব, সদস্য হাজী জামান ও কাকলী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাহফুজ সহ প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply